Connecting You with the Truth

‘পিছুটান’ এর জন্য কলকাতায় অপি করিম

b-6a
বিনোদন ডেস্ক:
কলকাতার রাস্তায় গাড়ির ভেতর দেখা যাচ্ছে অপি করিমকে। তার আশেপাশে লোকজনের ভিড়। পাশ থেকে রিফ্লেক্টর ধরা হয়েছে। সামনে ক্যামেরা। গাড়ির ভেতরেই চলছে রূপসজ্জার কাজ। ওপার বাংলায় শুটিং করছেন জনপ্রিয় এই অভিনেত্রী। কীসের কাজ করছেন অপি? কোনো ছবির নয় তো! না ছবি নয়, অপি করিম কাজ করছেন ‘পিছুটান’ নামের টেলিছবিতে। এর কাজেই তার কলকাতা সফর। এটি পরিচালনা করছেন শাহরিয়ার শাকিল। জানা গেছে, বাংলাদেশ ও কলকাতার প্রেক্ষাপটে সাজানো হয়েছে টেলিছবিটির গল্প। এতে অপিকে দেখা যাবে কলকাতার মেয়ের ভূমিকায়। তবে তার পূর্বপুরুষের নিবাস
বাংলাদেশে। ইন্টারনেটে বাংলাদেশের এক ছেলের সঙ্গে তার পরিচয় হয়। সে সূত্র ধরে আদিবাড়িতে আসেন অপি। ‘পিছুটান’-এ তার সহশিল্পী আলী যাকের ও ইরেশ যাকের। ১৯ সেপ্টেম্বর থেকে টেলিছবিটির কলকাতা অংশের দৃশ্যধারণ শুরু হয়েছে। চলবে টানা পাঁচ দিন। সেখানে আরও একদিনের কাজ শেষে ঢাকায় ফিরে আসবেন তিনি। কলকাতার মেয়ে অপি করিমকে দেখতে হলে অপেক্ষা করতে হবে আগামী কোরাবানির ঈদ পর্যন্ত। এনটিভিতে প্রচার হবে টেলিছবিটি।


Comments
Loading...