Connecting You with the Truth

পিনাক-৬ এর মালিক ও তার ছেলের ৪ দিনের রিমান্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর মালিক আবু বকর সিদ্দিক কালু ও তার ছেলে লিমনকে জিজ্ঞাসাবাদ করতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হারুন অর রশীদ তাদের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন। পুলিশ কোর্ট পরিদর্শক মো. কুদ্দুসুর রহমান জানান, পিনাক মালিক ও মেদিনীমণ্ডল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু বকর সিদ্দিক কালুকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার জন্য ১৩ আগস্ট আদালতে আবেদন করে লৌহজং থানা পুলিশ। অপরদিকে, ১৬ আগস্ট মামলার অপর আসামি পিনাক মালিকের ছেলে লিমনকে আদালতে প্রেরন করে জিজ্ঞাসাবাদের জন্য পৃথকভাবে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। ২টি আবেদনের শুনানি শেষে গতকাল আদালতের বিচারক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করতে বাবা-ছেলের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ৪ অগাস্ট মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে আসার সময় পদ্মায় ডুবে যায় পিনাক-৬। এতে সরাকরি হিসেবে ৬১ জন নিখোঁজ রয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৪৬ জনের। এ ঘটনায় অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে পিনাক মালিক, সারেং ও সুকানিসহ ৬ জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করা হয়।

Comments
Loading...