পিরোজপুরের মঠবাড়িয়ায় সালিশী বৈঠকে ছাত্রদলের দু’গ্র“পের সংঘর্ষে আহত ১২
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের একটি সালিশী বৈঠকে রবিবার দুপুরে ছাত্রদলের দু’গ্র“পের সংঘর্ষে অন্তত ১২ জন নেতা কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন-পিন্টু দফাদার, সোহেল রানা, আলামিন, অলিউর রহমান, ইমরান, আসলাম হোসেন, জুয়েলসহ অজ্ঞাত আরও কয়েকজন।
মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি জসিম ফরাজী জানান, শনিবার সকালে পৌর যুবদলের সদস্য পিন্টু দফাদার কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানাকে চর-থাপ্পর দেয়। এ ঘটনার মীমাংসার জন্য দুপুর ১ টার দিকে বিএনপি কার্যালয়ে একটি সালিশ বৈঠক বসে। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যে ছাত্রদলের দু’গ্র“পের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এক পর্যায় তা হাতাহাতিতে রূপ নেয় এবং সংঘর্ষ বাঁধে। এতে উভয় গ্র“পের অন্তত ১২ জন আহত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মল্লিক জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে সেখানে পুলিশ যাবার আগেই সংঘর্ষ থেমে যায়। তবে কয়েকজন আহত হওয়ার কথা তিনি শুনেছেন বলে জানান।