Connecting You with the Truth

পিরোজপুরে বিএনপির দু’ গ্র“পের মানববন্ধন পালন 

পিরোজপুর প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে শনিবার সকালে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ সভাপতি আ: সালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, সরোয়ার হোসেন হাওলাদার, মির্জা জহুরুল হক, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, শেখ হাসানুল কবির লীন প্রমুখ।

     অপরদিকে কিছু দূরে একই সড়কে জেলা বিএনপির একাংশ অপর একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাচ্চু, জেলা যুব দলের কো-আহ্বায়ক মিজানুর রহমান শাহীন, গাজী আলমগীর তোতা, জেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুল ইসলাম সাঈদ, রেজাউল ইসলাম প্রমুখ।

Comments
Loading...