পিরোজপুরে বিএনপি নেতার আ’লীগে যোগদান
সাগর চৌধুরী, পিরোজপুর সদর:
পিরোজপুর পৌর বিএনপির ৮ নেতা আ’লীগে যোগদান করেছেন। গত বুধবার পিরোজপুর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম আউয়ালকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানকারীরা হচ্ছেন ৮ নং ওয়ার্ড শাখার সভাপতি পরিবহন ব্যবসায়ী নজরুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ নেতা মহসিন শেখ সবুজ, শেখ রফিক, মিজানুর রহমান মিজু, কাইউম মোল্লা, নেয়ামুল হাওলাদার সোহেল শেখ, সাদ্দাম শেখ, আরজু শেখ। যোগদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মশিউর রহমান মহারাজ, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর পৌর যুবলীগের আহ্বায়ক কেএম মোস্তাফিজুর রহমান বিপ্লব। যোগদানের পর নজরুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনিসহ অন্যরা আওয়ামী লীগে যোগদান করেছেন।