Connecting You with the Truth

পিরোজপুরে যক্ষ্মা নিরোধ বিষয়ে নাটাবের মতবিনিময় সভা

pirojpur pic-1 copyপিরোজপুর সদর:
২০১৫ সালের মধ্যে বাংলাদেশকে যক্ষ্মা মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে জেলা নাটাব। বুধবার সকালে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে চেম্বার অব কমার্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। জেলা নাটাবের সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. হাবিবুর রহমান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নাটাব সম্পাদক ডা. এম এ ছালাম, নাটাবের সোশ্যাল মোবিলাইজার ঢাকার তরুণ কুমার বিশ্বাস ও নাটাব খুলনার রাকিবুল ইসলাম লোটাস।
জেলার প্রিন্টিং ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন শুকুর, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী, বিটিভি প্রতিনিধি এসএম পারভেজ ও সংবাদ প্রতিনিধি আবুল কালাম আজাদ।

Leave A Reply

Your email address will not be published.