Connecting You with the Truth

পিরোজপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলার শুরু

সাগর চৌধুরী, পিরোজপুর:
‘আয় করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে। শহরের মুকুল ফৌজ কার্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার ৪ দিনব্যাপী এ মেলাটির উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী। অনুষ্ঠানে পিরোজপুর সার্কেলের সহকারী কর কমিশনার রনজিত কুমার বড়–য়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর অঞ্চল বরিশালের অতিরিক্তি কর কমিশনার স্বপন কুমার রায়, পিরোজপুর আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজির হোসেন তালুকদার, স্বরূপকাঠি সার্কেলের সহকারী কর কমিশনার হাফিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম শামিমুল হক ছিদ্দিকী করের আওতাভুক্ত সকল নাগরিককে নিয়ম মেনে কর পরিশোধ করার মাধ্যমে দেশ গড়ায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

Comments
Loading...