পীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট
পীরগঞ্জ প্রতিনিধি, ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগ এর আয়োজনে গত বৃহস্পতিবার দুপুরে পাবলিক ক্লাব মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৪ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক। উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুরশিদুল করিম মো. ইতেশাম প্রমুখ। এ টুর্নামেন্টে ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ের ১১টি চ্যাম্পিয়ন দল ২১-২৬ আগস্ট পর্যন্ত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।