Connecting You with the Truth

পীরগাছায় উদ্বোধন হেলো তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা

নিজস্ব প্রতিনিধি, রংপুর:
রংপুরের পীরগাছায় গত শনিবার তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলীয়া ফেরদৌস জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা চেয়ারম্যান আফছার আলী, ভাইস চেয়ারম্যান শাহ ফরহাদ হোসেন অনু, মহিলা ভাইস চেয়ারম্যান মনঝুরী বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর হাকিম সরদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার আফতাব হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল আলম প্রমুখ।

Comments
Loading...