Connecting You with the Truth

পীরগাছায় চাকুরিজীবীর টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, রংপুর:
রংপুরের পীরগাছায় দিনে দুপুরে এক চাকুরিজীবীর ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে বেদম প্রহার করেছে স্থানীয় সন্ত্রাসীরা। জমি সংক্রান্ত পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা গত রবিবার সকালে ওই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ পেশ করা হয়েছে বলে থানা সূত্র জানায়।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি জাহেদুল ইসলাম দুলাল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। গত বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। রবিবার সকালে তিনি ৫০ হাজার টাকা সঙ্গে নিয়ে স্থানীয় একটি ব্যাংকে জমা দেয়ার উদ্দেশে পার্শ্ববর্তী মমিন বাজারে গিয়ে রিকশার জন্য অপেক্ষা করতে থাকেন। এমন সময় স্থানীয় একদল সন্ত্রাসী দুলালের উপর হামলা চালায়। এ সময় তারা দুলালের নিকট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে বেদম মারপিট করে।

Comments
Loading...