Connecting You with the Truth

পুরাতন রুপে ফিরে আসবে সেলেকাওরা

s-6
স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলের নতুন কোচ কার্লোস দুঙ্গার নতুন মিশন শুরু হচ্ছে শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে। তার দলে ডাক পেয়েছেন চেলসির লেফট-ব্যাক ফেলিপ লুইস। তিনি মনে করেন, সেলেকাওরা তাদের পুরাতন রুপে ফিরে আসবে। ২৯ বছর বয়সী ফেলিপ মনে করেন, বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারের পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আবারো নতুন করে জেগে উঠার স্বপ্ন বুনছে। আর সে স্বপ্ন পূরণ হবে কলম্বিয়া এবং ইকুয়েডরের ম্যাচের মধ্য দিয়ে। সাবেক ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে ১২৭ ম্যাচ খেলা ফেলিপ বলেন, ‘গত বিশ্বকাপটি আমাদের জন্য ভাল ছিলনা। তবে, আমরা খুব শীঘ্রই ফিরে আসছি। সকলকে আবারো জানিয়ে দিতে চাই ব্রাজিল বিশ্বের শক্তিশালী একটি দল। কিন্তু এটাও জানি অন্যান্য দল গুলোও বেশ ভাল।’ চেলসির হয়ে এ মৌসুমে নতুন চুক্তি করা ফেলিপ আরো বলেন, ‘আমরা নিজেদের সেরা ফর্মে ফিরতে মরিয়া হয়ে আছি। আর সেরা ছন্দে ফিরতে পারলে সেটি হবে ফুটবলে ব্রাজিলের আসল রুপ। সেটি যেকোনো দলের বিপক্ষেই।’ শুক্রবার মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে দুঙ্গার শিষ্যরা নতুন ভাবে নিজেদের প্রমান করতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে। বুধবার তারা এফআইইউ ফুটবল স্টেডিয়ামে অনুশীলনে নামবে।



Comments
Loading...