পুলিশের কান কর্তনের ঘটনায় আটক ৩
যশোরে ট্রাফিক পুলিশের কান কেটে নেওয়ার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- যশোর শহরের ঘোপ বউবাজর এলাকার আমিনের ছেলে প্যাচো ও নুর আলম এবং হামিদপুরের গোলাম রসুল।
যশোর কোতয়ালি মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে। আহত পুলিশ সদস্য মান্নান আটককৃতদের সনাক্ত করেছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে গতকাল আটক প্যাচোর বাবা আমিন সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তার ছেলে এই ঘটনার সঙ্গে জড়িত নয়। ১৯ আগস্ট রাতে দড়াটানায় যখন এই ঘটনা ঘটে, তখন প্যাচো শ্বশুর বাড়িতে ছিল। পুলিশ কোনো আসামি সনাক্ত করতে না পেরে যাকে-তাকে এই ঘটনায় আটক করছে।
এদিকে শুক্রবারও পুলিশের বাধার কারণে যশোর শহরে কোনো ইজিবাইক চলাচল করতে পারেনি। এ কারণে সাধারণ যাত্রীর দুর্ভোগের পাশাপাশি কয়েক শ ইজিবাইক চালক বেকার হয়ে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। এ ব্যাপারে স্থানীয় মানবাধিককার কর্মীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। বাংলাদেশেরপত্র/এডি/আর