Connecting You with the Truth

পুলিশের সহযোগিতা ছাড়া মাদক ব্যবসা চলতে পারে আমি বিশ্বাস করিনা- পুলিশ সুপার, গাজীপুর

শ্রীপুর প্রতিনিধি, গাজিপুর:

‘পুলিশের সহযোগিতা ছাড়া মাদক ব্যবসা চলতে পারে বলে আমি বিশ্বাস করি না। পুলিশের প্রত্যক্ষ মদদেই চলছে মাদক ব্যবসা। কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তার যোগসাজসে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। সব মাদক ব্যবসায়ীকে পুলিশ চেনে। তারা যত প্রভাবশালীই হোক না কেন তাদের গ্রেফতার করতে হবে। যে কোন মূল্যে মাদকমুক্ত করে যুব সমাজকে রক্ষা করতে আমি অঙ্গীকারাবদ্ধ।’

গতকাল রবিবার দুপুরে শ্রীপুর মডেল থানা কমপ্লেক্স চত্বরে থানা প্রশাসনের আয়োজনে সুধিজনের সাথে মতবিনিময় সভায় গাজীপুরের পুলিশ সুপার মো: হারুন অর রশিদ পিপিএম (বার) এ কথা বলেন। তিনি আরো বলেন, গাজীপুরের শ্রীপুর দেশের একটি সমৃদ্ধ শিল্পাঞ্চল। এ অঞ্চলে আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়াই আমার লক্ষ্য। যত বড় প্রভাবশালীই হোক না কেন মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ, জুটব্যবসায়ী ও আইন শৃংখলা পরিপন্থী কাজে কাউকে ছাড় দেয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে। এসময় তিনি মিথ্যা মামলা নিয়ে সাধারণ মানুষকে হয়রানি না করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি অনুরোধ করেন। তিনি বলেন, পুলিশের শুদ্ধি অভিযান চলছে। দুর্নীতিবাজ অসাধু পুলিশ সদস্যদের চিহ্নিত করে শান্তির আওতায় আনা হবে। তাই সকলকে সাবধানতার সাথে কাজ করার আহ্বান জানান। শ্রীপুর মডেল থানার এএসপি আক্তারুজ্জামান পিপিএম এর পরিচলনায় সভায় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন, শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম ভূঁইয়া, শ্রীপুর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. সামছুল আলম প্রধান, পৌর মেয়র মো: আনিছুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আ: বাতেন সরকার, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, গোসিংগা ইউপির চেয়ারম্যান খন্দকার আসাদুজ্জামান, কাওরাইদ ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, কৃষক লীগের আহ্বায়ক মো: কবির, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সভায় বক্তরা শ্রীপুরের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও মাদকের বিস্তার, জমি জবর দখল, ইভটিজিং বেড়ে যাওয়ায় উৎকণ্ঠা প্রকাশ করেন। পুলিশ সুপার হারুন অর রশিদ পিপিএম (বার) আইন-শৃংখলা উন্নয়নে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

Comments
Loading...