Connecting You with the Truth

পৃথিবীকে আঘাত করবে সৌর ঝড়

it-4
রকমারি ডেস্ক:
পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়। সূর্য পৃষ্ঠে দু’টি বড় ধরনের বিস্ফোরণের ফলে আগামী বৃহস্পতিবারের পর যে কোনো দিন শক্তিশালী এ ভূচৌম্বকীয় ঝড় পৃথিবীর বুকে আঘাত করতে পারে। বিজ্ঞানীরা বলছেন এই সৌর ঝড়ের প্রভাবে রেডিও ও স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। এ ধরণের অস্বাভাবিক ঝড় সাধারণত বৈদ্যুতিক যন্ত্রপাতির ওপর তেমন কোনো প্রভাব ফেলে না। তবে এই ঝড়ের কারণে শুক্রবার রাতে বা শনিবার ভোররাতে আকাশ থেকে ধেয়ে আসতে পারে রঙিন আলো (আরোরা) বা নর্দান লাইটের বিচ্ছুরণ ঘটতে পারে। যুক্তরাষ্ট্রের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের প্রধান টমাস বার্জার বলেন, ‘এই ঝড়ের ফলে আমাদের জাতীয় পরিকাঠামোতে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না বলেই আমরা আশা করছি। তবে আমরা এই প্রাকৃতিক ঘটনাবলীর ওপর তীক্ষè নজর রাখছি।’ তিনি আরো জানান, এই সৌর ঝড়ের কারণে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের আকাশে রঙিন আলোর ঝলকানি বা আরোরা দেখা যেতে পারে। একটি ক্ষুদ্র সৌর বিস্ফোরণ থেকে সোমবার ওই ঝড় শুরু হবে। বুধবার এতে আরো বড় ধরনের একটি এক্স শ্রেণীর বিস্ফোরণ দেখা দেবে। এ দু’টি বিস্ফোরণের উৎপত্তি হবে একই সূর্যের একই কেন্দ্র থেকে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যে এই ঝড়ের বিষয়ে সে দেশের বৈদ্যুতিক গ্রিড অপারেটরদের এবং ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এসেন্সিকে সতর্ক করে দিয়েছে। এর আগেও অর্থাৎ ১৮৫৯ সালে ক্যারিংটন শহরে এ জাতীয় একটি ঝড় আঘাত হেনেছিল। ওই ঝড়ে কানাডার বিশাল অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।

Comments
Loading...