বিনোদন
পৃথিবীর অষ্টমবারের মতো আয়ের দৌড়ে গিজেল বুন্ডশেন
বিনোদন ডেস্ক:
এক-দুইবার নয়, টানা অষ্টমবারের মতো আয়ের দৌড়ে পৃথিবীর সব মডেলকে পেছনে ফেললেন গিজেল বুন্ডশেন। গত এক বছরে সবচেয়ে বেশি আয় করা মডেল তিনিই। ব্যবসা-সংক্রান্ত সাময়িকী ফোর্বস ১৮ আগস্ট এ তথ্য প্রকাশ করেছে। =জানা গেছে, গত বছরের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত গিজেল আয় করেছেন ৪ কোটি ৭০ লাখ ডলার। ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান এই সুন্দরীর আয়ের উৎস শানেল, এইচঅ্যান্ডএম, ক্যারোলিনা হেরেরা এবং জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রেন্ডিনের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি। ইনস্টাগ্রামে গিজেলের অনুসারী ২৭ লাখ। ফোর্বসের হিসাব বলছে, ২০০১ সাল থেকে এ পর্যন্ত তার আয়ের পরিমাণ ৩৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। গিজেলের স্বামী মার্কিন এনএফএল খেলোয়াড় টম ব্রাডি। তারা দুই সন্তানের গর্বিত মা-বাবা। মজার বিষয় হলো, গত এক বছরে স্বামীর চেয়ে ১ কোটি ৬০ লাখ ডলার বেশি আয় করেছেন গিজেল। সবচেয়ে বেশি আয় করা মডেলের তালিকায় দুই নম্বরে আছেন ২৯ বছর বয়সী দোইউজিন ক্রোইস। গত ১২ মাসে তিনি উপার্জন করেছেন ৮০ লাখ মার্কিন ডলার। এরপরেই আছেন যথাক্রমে ৩৩ বছর বয়সী আদ্রিয়ানা লিমা, কেট মস, ২২ বছর বয়সী কেট আপটন, মিরান্ডা কার, আলেসান্ড্রা অ্যাম্ব্রোসিও, হিলারি রোডা এবং নাতালিয়া ভোডিয়ানোভা । তালিকায় সবচেয়ে বেশি বয়সী মডেল কেট মস (৪০) আছেন তিন নম্বরে।
সবচেয়ে বেশি আয় করা ১০ মডেল
১. গিজেল বুন্ডশেন (৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার)
২. দোইউজিন ক্রোইস (৮০ লাখ ডলার)
৩. আদ্রিয়ানা লিমা (৮০ লাখ ডলার)
৪. কেট মস (৭০ লাখ ডলার)
৫. কেট আপটন (৭০ লাখ ডলার)
৬. মিরান্ডা কার (৭০ লাখ ডলার)
৭. লিউ ওয়েন (৭০ লাখ ডলার)
৮. আলেসান্ড্রা অ্যাম্ব্রোসিও (৫০ লাখ ডলার)
৯. হিলারি রোডা (৫০ লাখ ডলার)
১০. নাতালিয়া ভোডিয়ানোভা (৪০ লাখ ডলা
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস