পেপ গার্দিওলার বায়ার্নের বড় জয়
স্পোর্টস ডেস্ক:
ডিএফবি পোকাল কাপে সহজ জয় পেয়েছে পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখ। প্রথম রাউন্ডের এ ম্যাচে ৪-১ গোলে বায়ার্ন হারায় প্রিউজেস মুন্সটারকে। বায়ার্নের হয়ে গোল করেন জার্মানির বিশ্বকাপ জেতানো গোলের মালিক মারিও গোতজে, থমাস মুলার। এছাড়া অন্য দুটি গোল করেন অস্ট্রিয়ার ডেভিড আলবা ও পেরুর ৩৫ বছর বয়সী তারকা ফুটবলার ক্লদিয়ো পিজারো। প্রথমার্ধে ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোলটি করেন গোতজে। তার গোলের দশ মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করেন আরেক জার্মানিয়ান মুলার। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় গার্দিওলার শিষ্যরা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটে গোল করেন আলবা এবং ৭৩ মিনিটে পিজারো করেন চতুর্থ গোলটি। এছাড়া বরুশিয়া ডর্টমুন্ড থেকে এ মৌসুমে নতুন আসা পোলিশ ফুটবলার রবার্ট লেভানডোওস্কি অতিরিক্ত সময়ের পাওয়া একটি পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করেন। প্রিউজেনের হয়ে একমাত্র গোলটি আসে ম্যাচের ৮৯ মিনিটে। ঘরের মাটিতে এ গোলটি করেন ২৭ বছর বয়সী ডাচ ফুটবলার রগিয়ের ক্রোহনে।