Connecting You with the Truth

পেরুতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯

peru_bg_514562705আন্তর্জাতিক ডেস্ক:

পেরুতে মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে। সোমবার (২৩ মার্চ) শুরু হওয়া মুষলধারার বৃষ্টিতে রাজধানী লিমা থেকে ৪০ কিলোমিটার পূর্বে চসিকা, সান্তা ইউলালিয়া ও কোকাচাকরা এলাকায় রাস্তাঘাট ধসে পড়ে। সেই সঙ্গে বাড়িঘরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পাবলিক প্রসিকিউটর আনা মারিয়া কুবার বরাত দিয়ে পেরুর আরপিপি রেডিও জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) রিমাক নদীতে কোকাচাকরার মেয়রের এগার বছর বয়সী মেয়ের লাশ উদ্ধার করে কর্তৃপক্ষ। এ নিয়ে নিহতের সংখ্যা গিয়ে দাঁড়ালো নয়জনে। নিহতদের প্রথম পাঁচজন সোমবারই (২৩ মার্চ) ভূমিধসের শিকার হন। পরে আরো তিনজন নিহত হন, যার মধ্যে এক মা ও তার মেয়ের লাশ কাদাচাপা পড়া অবস্থায় উদ্ধার করা হয়।

Comments
Loading...