দেশজুড়ে
প্রকাশিত সংবাদকে মিথ্যা দাবি করে কাজী’র সংবাদ সম্মেলন

শেরপুরে রাজু আহম্মেদ নামে এক নিকাহ রেজিস্টারের কাজী রাজু আহম্মেদ সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তাকে ভুঁয়া কাজি উল্লেখ করে প্রকাশিত সংবাদটি মিথ্যা বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার সকালে তার আইনজীবী জয়নাল আবেদীন এর চেম্বার এ সংবাদ সম্মেলন করেন।
এরআগে তাকে ভুঁয়া কাজি অভিহিত করে কয়েকটি বেসরকারী টিভিতে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তিতে ওই সংবাদ পরিবেশনকারী সাংবাদিকদের বিরুদ্ধে আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশও দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী রাজু আহম্মেদ দাবি করেন, আইনগতভাবে যা প্রতিষ্ঠিত তা পাশ কাটিয়ে জালিয়াত এবং অবৈধ লোকদের নিকট বে-আইনী অর্থ গ্রহণ করে বৈধ কাজিকে ভুঁয়া কাজি বলে মিথ্যা সংবাদ পরিবেশন করা হযেছে। এছাড়া ওই সংবাদে জেলা রেজিস্ট্রারের দেয়া বক্তব্যকে বেআইনি ও মিথ্যে বলে অভিহিত করেন তিনি।
তিনি আরো জানান, আমি পৌর সভার নিয়োগ কমিটি কর্তৃক আইনানুগভাবে নিয়োগ প্রাপ্ত ৮ ও ৯ নং ওয়ার্ডের কাজি। গত ২০১৪ সালের ২৫ মে আমি অস্থায়ী নিয়োগ পাই। অথচ তার নিয়োগ ভুঁয়া বা অবধৈ ব্যাখা দিয়ে তাকে কাজী আল আমীন মিথ্যে সংবাদ পরিবেশন করয়িছেন বলে জানান তিনি।
এ বিষয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন জানায়, কাজী নিয়োগ প্রক্রিয়া মূলত সরাসরি মন্ত্রণালয় করে থাকেন। স্থানীয়ভাবে কারো নিয়োগ দেয়ার বৈধতা নেই। এছাড়া সরকারী গেজেট অনুযায়ী রাজু কাজীর কোন তালিকায় নেই। এছাড়া এ বিষয়ে মামলা থাকায় বিষয়টি আইনগতভাবেই দেখা হচ্ছে।
এ বিষয়ে আল আমীন কাজি জানায়, এ বিষয়ে আদালতে মামলা থাকায় আমি কোন কথা বলতে চাই না।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস