Connecting You with the Truth

প্রথমবারের মতো গান গেয়ে গাড়ি পেলেন নকুল

b-2
বিনোদন ডেস্ক:
গান গেয়ে গাড়ি উপহার! বিশ্বাস হচ্ছে নাতো, তবে এই অবিশ্বাস্য কাজটাই করে দেখালেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। ক্যারিয়ারের এই প্রথমবারের মতো গান গেয়ে একটি গাড়িই উপহার পেলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। গেল ২০ আগস্ট টাটা ন্যানো এশিয়ান টিভি নাইট নামে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন তিনি। তার গান শুনে মুগ্ধ হয়ে টাটার পক্ষ থেকে তাকে একটি ন্যানো গাড়ি উপহার দেয়া হয়। আর হঠাৎ পাওয়া এমন উপহারে বেশ অবাকই হয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে নকুল কুমার বিশ্বাস জানালেন, ‘আমার গান শ্রোতারা পছন্দ করেন। কিন্তু গান গেয়ে গাড়ি উপহার পাবো। এটা আমার কাছে এখনো অবাক লাগছে।’ জানা গেছে, ২৫ আগস্ট গাড়িটি আনুষ্ঠানিকভাবে নকুল কুমারের হাতে তুলে দেয়া হবে।


Leave A Reply

Your email address will not be published.