Highlights
প্রথমবারের মতো বেসরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রে এডিবি অর্থায়ন
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও স্পেকট্রা সোলার পার্ক লিমিটেডের (এসএসপিএল) মধ্যে প্রথমবারের মতো এক দশমিক ৭৭ কোটি ডলারের অর্থ প্যাকেজ সই হয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫২ কোটি ২২ লাখ টাকা দাঁড়ায় এই অর্থায়ন।
বাংলাদেশে ৩৫ মেগাওয়াট ইউটিলিটি-স্কেল সৌর ফটোভোলটাইক প্ল্যান্টে বিনিয়োগের জন্য এই প্যাকেজ সই করা হয়েছে। এ হিসেবে দেশে প্রথম কোনো বেসরকারি খাতে বিনিয়োগ হয়েছে বহুজাতিক সংস্থাটির।
বুধবার (১০ জুন) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা হয়।
দেশের গ্রামগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই। এনজিওর মাধ্যমে সারাদেশে হোম সোলার সিস্টেম স্থাপিত হয়েছে। সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাড়িতে সৌর ছাদ তৈরি করে সৌরবিদ্যুৎ তৈরির অফুরন্ত সম্ভাবনা আছে। প্রতিটি পরিবারের বাড়ির ছাদ বা চালায় সৌর প্যানেল স্থাপন করে হোম পাওয়ার সিস্টেম চালু করা যেতে পারে।
দীর্ঘমেয়াদি শক্তি সুরক্ষা অর্জনে এবং দেশে পরিবেশবান্ধব শক্তি ব্যবহার বাড়িয়ে জলবায়ুর লক্ষ্য অর্জনের জন্য এই উদ্যোগ নিয়েছে এডিবি।
এডিবির বেসরকারি সেক্টর অপারেশন বিভাগের শান্তনু চক্রবর্তী এবং স্পেকট্রা সোলার পার্ক লিমিটেডের পরিচালক মো. আফতাবউদ্দিন এতে সই করেছেন।
প্রকল্পটি প্রমাণ করে সৌরশক্তি বাংলাদেশের বেসরকারি খাতে একটি দারুণ কার্যকরী উদ্যোগ উল্লেখ করে শান্তনু চক্রবর্তী বলেন, এটি একটি যুগান্তকারী প্রকল্প। যা নারীদের ক্ষমতায়ন এবং লিঙ্গ বৈষম্য দূর করবে। এর ফলে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র নিশ্চিত করবে।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে শক্তি বাড়বে উল্লেখ করে আফতাবউদ্দিন বলেন, স্পেকট্রা সৌরবিদ্যুৎ প্রকল্পটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটা বড় পদক্ষেপ। বাংলাদেশের সৌরশক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে। এই প্রকল্পে প্রতিশ্রুতি ও সহায়তার জন্য আমরা এডিবির কাছে কৃতজ্ঞ।
Highlights
How to Choose the Most Effective Essay Writing Service
Highlights
অধিকার আদায়ে শেরপুর প্রেসক্লাবে তালা দিয়ে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালন
Highlights
কর্মচারী ‘নয়ন সিন্ডিকেটের’ দাপটে তটস্থ রমেক হাসপাতাল
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস