Connecting You with the Truth

প্রথম প্রো কাবাডি লিগে বচ্চন টিম চ্যাম্পিয়ন

s-11
স্পোর্টস ডেস্ক:
প্রথম আইপিএল জিতেছিল রাজস্থান রয়্যালস? প্রথম প্রো কাবাডি লিগও জিতল সেখানকারই টিম? মুম্বাইয়ে ইউ মুম্বাকে ৩৫-২৪-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলো অভিষেক বচ্চনের টিম জয়পুর পিঙ্ক প্যান্থার্স? অমিতাভ বচ্চন যা নিয়ে টুইটারে লিখেছেন, ‘প্রথম প্রো কাবাডি লিগে চ্যাম্পিয়ন হলাম আমরা? কাম অন?’ সারা কাবাডি লিগে দারুণ খেললেও ফাইনালে কার্যত কিছুই করতে পারেনি রনি স্ক্রুওয়ালার মুম্বাই? শুরু থেকেই দাপট ছিল জয়পুরের রাজেশ নরওয়ালদের? কাবাডি লিগের সবচেয়ে দামি প্লেয়ার হলেন মুম্বাইয়ের অধিনায়ক অনুপ কুমার? বেঙ্গালুরু বুলসের মনজিৎ চিল্লার সেরা ডিফেন্ডার? তেলেগু টাইটান্সের রাহুল সেরা রেডার হয়েছেন? ফাইনালের সেরা রেডার জয়পুরের মনিন্দার সিং? ফাইনাল দেখার জন্য ভিড় উপচে পড়েছিল মুম্বাইয়ে? সব জগতের তারকারা হাজির ছিলেন সেখানে?



Comments
Loading...