Connecting You with the Truth

প্রথম মৌসুমে দ্বিতীয়বার রিয়ালের হার

s-8
স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। শনিবার রাতে তারা নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ২-১ গোলে। লা লিগার এ বিগ ম্যাচের উত্তাপ দেখতে সান্তিয়াগো বার্নাব্যুতে জড়ো হয়েছিল ৮৫ হাজারেরও বেশি দর্শক। গত মৌসুমেও ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বিদের কাছে হেরে গিয়েছিল রিয়াল। ম্যাচের শুরুতেই পর্তুগিজ মিডফিল্ডার থিয়াগোর গোলে লিড নেয় দেয়েগো সিমেওনের অ্যাতলেতিকো। ম্যাচের ১০ মিনিটের মাথায় গোল করেন এ পর্তুগিজ। তবে, লিড বেশিক্ষন ধরে রাখতে পারে নি অ্যাতলেতিকো। ম্যাচের ২৫ মিনিটে ফিফার ব্যালন ডি অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোকে ডি বক্সে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে পেনাল্টি পায় রিয়াল। আর সে পেনাল্টি থেকে গোল করেন বর্তমান ইউরোপ সেরা ফুটবলার রোনালদো। প্রথমার্ধে আর কোনো গোল না হয়ে সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ব্যস্ত থাকে দুই দলের রক্ষনভাগ। ম্যাচের ৭৬ মিনিটে হুয়ানফ্রানের পাস থেকে পাওয়া বলকে সিমিওনের প্রিয় খেলোয়াড় ইকার ক্যাসিয়াসকে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুন করেন আরদা তুরান। তিন ম্যাচে অ্যাতলেতিকোর সংগ্রহ ৭ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের সংগ্রহ ৩ পয়েন্ট। এই হারের ফলে এ মৌসুমের লিগে এখন পর্যন্ত খেলা ৩ ম্যাচের দুটিতেই হারের স্বাদ পেল রিয়াল।

Comments
Loading...