প্রথম ম্যাচেই হার অ্যাতলেতিকোর
স্পোর্টস ডেস্ক:
গতবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট অ্যাতলেতিকো মাদ্রিদ এবার গ্র“প পর্বের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করল। ‘এ’ গ্র“পে তাদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোসের বিপক্ষে ৩-২ গোলে হারে দিয়েগো সিমিওনের শিষ্যরা। গ্রিক চ্যাম্পিয়নদের মাঠ কারাইসকাকিসে খেলার শুরুতেই লা লিগা চ্যাম্পিয়নদের চেপে ধরে অলিম্পিয়াকোস। ১৩ মিনিটেই আরথার মাসুয়াকসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আর ৩১ মিনিটে বার্সালোনা থেকে ধারে আসা ইব্রাহিম আফেলার করা গোলে লিড দ্বিগুন করে তারা। তবে খেলার ৩৮ মিনিটে মারিও মানদুকিচের গোলে ব্যবধান কমায় সফরকারীরা। পরে ২-১ গোলের স্কোর নিয়ে বিরতিতে যায় দু’দল। বিরতির পরে আবারও আক্রমণ চালায় অলিম্পিয়াকোস। আর খেলার ৭৩ মিনিটে কস্তাস মিত্রগলুর গোলে জয় অনেকটা নিশ্চিত করে ফেলে গ্রিকরা। তবে ৮৬ মিনিটে অ্যান্তিনিও গ্রিজম্যান অ্যাতলেতিকোর হয়ে গোল করলে তাদের সমর্থকদের আশা আবারও ফিরে আসে। তবে এই গোলটি তাদের শুধু ব্যবধানই কমাতে সাহায্য করে। খেলার বাকি সময় দুদল আরো কয়েকটি প্রচেষ্টা চালালেও শেষ পর্যন্ত ৩-২ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় গতবারের রানার্সআপদের।