প্রথম ৬ জিবি র্যামের স্মার্টফোন আনছে ভিভো
লাইফস্টাইল ডেস্ক: আজকাল বাজারচলতি যে সব স্মার্টফোন রয়েছে, তাতে ৪ জিবি র্যাম থাকাটা কোনও বড় ব্যাপার নয়। রোজই নতুন মোড়কে বাজারে আসছে এ রকম মোবাইল। কিন্তু, সবাইকে বোধহয় টেক্কা দিতে চলেছে চিনা সংস্থা ভিভো। আগামী ১ মার্চ তাদের এক্সপ্লে-৫ স্মার্টফোন আসছে বাজারে। ৪ জিবি থেকে এক লাফে ৬ জিবি র্যাম পাওয়া যাবে তাতে। এখনও পর্যন্ত বাজারচলতি মডেলগুলির মধ্যে সবচেয়ে বেশি র্যামের এই মোবাইলে আরও বড় চমক হল, এটিতে সোলার চার্জিংয়ের ব্যবস্থা আছে।
সংস্থা জানিয়েছে, শুধুমাত্র র্যাম নয়, এক্সপ্লে-৫ মডেলের দু’দিকেই স্যামসাং ‘এজ’ সিরিজের মতো কার্ভড স্ক্রিনও আনছে তারা। এ ছাড়া এই মোবাইলে থাকবে ৬ ইঞ্চির ডিসপ্লে। স্ন্যাপড্র্যাগন ৮২০ প্রসেসর-সহ এই স্মার্টফোনটিই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি র্যামের বলে দাবি সংস্থার। ১৬এমপি রিয়ার ক্যামেরা এবং ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা। ৪৩০০ এমএএইচ ব্যাটারির ম়়ডেলে অ্যান্ড্রয়ে়ড মার্শমেলো ওএস থাকবে বলেও জানা গিয়েছে। আনন্দবাজার।