Connecting You with the Truth

প্রধানমন্ত্রীকে ‘খুনি’ বলায় ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা

fokrulস্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও তার দল আওয়ামী লীগকে খুনির দল বলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি গ্রহণ করে এ বিষয়ে পল্টন থানাকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট øিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে মামলাটির শুনানি হয়। দুপুরের পর মামলাটি গ্রহণ করে তদন্তের আদেশ দেন বিচারক। বাদী তার মামলায় উল্লেখ করেন, গত ২৪ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদেরে উদ্দেশে শেখ হাসিনাকে খুনি ও তার দল আওয়ামী লীগকে খুনির দল বলায় এ মামলা করেন এসএম নূর-ই-আলম সিদ্দিক। ওই সময় মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের সভানেত্রী নিজেই খুনি। তার দল আওয়ামী লীগ খুনের দল। শতশত তরুণ যুবকের রক্তে তার হাত রঞ্জিত। আওয়ামী লীগ সরকার আর পাক হানাদার বাহিনীর মধ্যে কোনো তফাৎ নেই।” এ বক্তব্যের ফলে শেখ হাসিনার মানসম্মান মারাÍকভাবে ক্ষুণè হয়েছে। সেই সঙ্গে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগকে খুনির দল বলে মন্তব্য করায় এই মামলার বাদীর সংগঠন ও বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত, সামাজিক, জাতীয় এবং আন্তার্জাতিকভাবে মানসম্মান ক্ষুণœ হয়েছে বলে বাদী তার মামলায় দাবি করেন। এ জন্য বাদী দণ্ডভিধির ৪৯৯/৫০০ ধারায় বর্ণিত অপরাধে এই মামলাটি দায়ের করেছেন। সেই সঙ্গে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সুবিচার দাবি করেছেন বাদী। বাদীর পক্ষের মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট দুলাল মিত্র।

Comments
Loading...