Connecting You with the Truth

প্রবল তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা

US2আন্তর্জাতিক ডেস্ক:

প্রায় ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলে আঘাত হেনেছে তুষারঝড়। এ পরিস্থিতিতে নিউ ইয়র্কসহ কয়েকটি স্টেটে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। প্রবল বাতাসের সঙ্গে ৯০ সেমি (৩৬ ইঞ্চি) তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উত্তরপূর্বাঞ্চলীয় স্টেটগুলোর কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। বিবিসি জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি আরো নাজুক হওয়ার পূর্বাভাসে সোমবার সন্ধ্যা থেকে বোস্টন, নিউ ইয়র্ক ও ফিলাডেলফিয়ায় সব কিছু বন্ধ করে দেওয়া শুরু হয়। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, রোডস আইল্যান্ড ও ম্যাসাচুসেটস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাজ্যগুলোর প্রায় পাঁচ কোটি মানুষ ঘুম থেকে জেগে এক ফুট তুষারের নীচে সব কিছু ঢাকা পড়েছে দেখতে পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় রাত ১১টার পর থেকে নিউ ইয়র্ক শহরের ৬,০০০ মাইল সড়ক পথে জরুরি নয় এমন সব যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়।

Leave A Reply

Your email address will not be published.