Connecting You with the Truth

প্রযোজককে জুতা পেটা করে জিডি করলেন নায়িকা

বিনোদন ডেস্ক:01-Neek
এবার প্রযোজককে জুতাপেটা করলেন ঢালিউডের উঠতি নায়িকা কাজী রোমানা ইসলাম নীড়। তিনি জানিয়েছেন, উতলা মন সিনেমার প্রযোজক আব্দুল আউয়াল তাকে কুপ্রস্তাব দেওয়ায় নিজের পায়ের হিল দিয়ে পিটিয়েছেন। এ ছাড়াও আউয়ালের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও করেছেন এ অভিনেত্রী। গত মঙ্গলবার সন্ধ্যায় এফডিসির ঝরনা স্পটে নীড় প্রযোজক আউয়ালকে পেটান। এ সময় চলচ্চিত্রনির্মাতা আনোয়ার শিরাজীসহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে চিত্রনায়িকা নীড়ের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘উতলা মন সিনেমায় আমার যে গানে কাজ করার কথা ছিল সেই গান মনিকাকে দিয়ে করানো হয়েছে। এ নিয়ে আমি এ প্রযোজকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলি। সে সময় তিনি আমাকে কুপ্রস্তাব দেন।’ এর পর গত ৩০ ডিসেম্বর, বিএফডিসিতে সিনেমাটির শ্যুটিং চলাকালে তার সঙ্গে আবার দেখা হয়। ‘সে সময় আমি তাকে বলি- ভাইয়া, আপনি আমাকে মোবাইলে বাজে কথা বলেছেন কেন? আমি তো আপনাকে নিজের ভাইয়ের মতোই জানি। তখন তিনি আমাকে বলেন, তুমি আমার জন্য কী করেছ!’ তিনি জানান এ সময় প্রযোজক তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। এর পরই ঘটনাটি ঘটে। নীড় বলেন, ‘সে সময় আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সবার সামনেই পা থেকে জুতা খুলে তার মুখে মেরেছি।’ এর আগে প্রযোজক আব্দুল আউয়াল তার উতলা মন শিরোনামের চলচ্চিত্রে প্রধান নায়িকার চরিত্রে চুক্তিবদ্ধ হন নীড়। সিনেমাটির বেশ কিছু দৃশ্যেও অভিনয় করেন তিনি। তবে সেগুলো কেটে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নীড়। তিনি বলেন, ‘কেন্দ্রীয় চরিত্রের দৃশ্যগুলো কেটে মনিকা নামের অন্য এক নায়িকাকে নিয়ে নতুন করে শ্যুটিং করান এ প্রযোজক।’ তিনি আরো বলেন, ‘কাকরাইলে এ প্রযোজকের অফিসে সিনেমার পোস্টারে আমার গলাকাটা ছবি ব্যবহার করে প্রচারণা করা হচ্ছে। যে ছবিগুলোতে নগ্নতা রয়েছে।’ এ ঘটনার পর নায়িকা নীড় রাজধানীর রমনা মডেল থানায় প্রযোজক আউয়ালের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি নাম্বার-৩২৬১।

Comments
Loading...