Connecting You with the Truth

প্রস্তুতি ম্যাচে সাকিব আল হাসান

s-10
স্পোর্টস ডেস্ক:ঃ
প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১১ ও দ্বিতীয় ইনিংসে করেছেন ৪৪ রান। বল হাতে নিয়েছেন একটি উইকেট। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে জিম্বাবুয়েরএ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশরএ’ দল। কক্সবাজারে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিকরা। সেই লক্ষ্যে রোববার জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলছেরএ’ দল। অনূর্ধ্ব-১৯ দল টসে জিতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২১০ রান। তবে এই রানে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অবদান রেখেছেরএ’ দলে সুযোগ পাওয়া উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তিনি করেছেন সর্বোচ্চ ৫৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেছেন মাহদি হাসান। জবাবে খেলতে নেমে এ দল সংগ্রহ করেছে বিনা উইকেটে ১০ রান। এখান থেকে শুরু করে দ্বিতীয় দিনে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৩২ রান করেছে এ দল। সর্বোচ্চ রান আসে লিটন কুমারের (১০৩) ব্যাট থেকে। ১২২ রানে পিছিয়ে থেকে যুব দল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে। যুব দলের হয়ে খেলা সাকিব ওপেনিংয়ে ব্যাট করতে নেমে আউট হওয়ার আগে খেলেছেন ৪৪ রানের ইনিংস। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় দুই দিনের ম্যাচটি ড্র হয়েছে।


Comments
Loading...