Connecting You with the Truth

প্রাথমিক বিদ্যালয়ে পানি, শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি

ভালুকা: প্রতিনিধি
ভালুকা থানার পার্শ্ববর্তী এলাকার জামিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক পসলা বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে স্কুল কক্ষসহ মাঠে ময়লা পানির জলাবদ্ধতা। স্কুলের ছাত্র-ছাত্রীদের এসব ময়লা পানির ভেতর দিয়ে যেতে হচ্ছে স্কুলে। সরেজমিনে গিয়ে জানা যায়, এলাকাটি শিল্পের দিক দিয়ে খুবই উন্নত। কিন্তু কোন প্রকার উনœিত হচ্ছে না স্কুলগুলো ও রাস্তা ঘাটের। সামান্য একটু বৃষ্টিতেই রাস্তাঘাটসহ শ্রেণী কক্ষগুলো পানিতে পূর্ণ হয়ে যায়। শিক্ষাকেন্দ্র বলে কোন প্রকার ছুটির সুযোগ পাচ্ছে না শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। প্রায়ই ভেজা শরীরে ক্লাস করতে থাকায় অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এবার পানিপূর্ণ কক্ষেই ভেজা শরীরে কোনমতে নেওয়া হচ্ছে ২য় সাময়িক পরীক্ষা। তাই ময়লা পানির জলাবদ্ধতার কারণে নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Comments
Loading...