প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চেলসি, সোয়ানসি সিটি ও ওয়েস্টহাম
স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। দিনের আরেক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে এভারটন ও আর্সেনাল। এছাড়াও জয় পেয়েছে সোয়ানসি সিটি ও ওয়েস্টহাম ইউনাইটেড। লন্ডনের স্ট্যাম্পফোর্ড ব্রিজে দিয়েগো কস্তা এবং ইডেন হ্যাজার্ডের গোলে জয় পায় গত মৌসুমের তিন নম্বরে থাকা চেলসি। এ জয়ের ফলে ঘরের মাঠে পূর্ণ তিন পয়েন্ট পেল হোসে মরিনহোর শিষ্যরা। অতিথীদের রক্ষনভাগ ভেদ করে চেলসি প্রথমার্ধে গোলের দেখা পায় নি। লিস্টার সিটির বিপক্ষে প্রথমার্ধে গোল না পাওয়ায় গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেন কস্তা। এরপর ম্যাচের ৭৭ মিনিটে ইডেন হ্যাজার্ড লিড দ্বিগুণ করেন স্বাগতিকদের হয়ে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্ল“জরা। দিনের আরেক ম্যাচে, এভারটনের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে আরেক ফেভারিট ক্লাব আর্সেনাল। ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় এভারটন। প্রথম গোল করে লিড এনে দেন এভারটনের সিমাস কোলম্যান। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন স্টিভেন নেইস্মিথ। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের হারে স্বাদ দিতে প্রস্তুতি নেয় এভারটন। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ ৭ মিনিটে ম্যাচে দারুনভাবে ফিরে আসে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে এভারটন আর গোলের দেখা না পেলেও ম্যাচের ৮৩ মিনিটে অ্যারন রামসের গোলে ব্যবধান কমায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। শেষ মিনিটে (৯০ মিনিটে) গানারদের হয়ে সমতাসূচক গোলটি করেন ওলিভার জিরার্ড। এ জয়ের ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে এভারটন ও আর্সেনাল। দিনের অপর ম্যাচগুলোতে সাউদাম্পটনের সঙ্গে গোলশুন্য ড্র করেছে ওয়েস্ট ব্র“মিচ। ইংলিশ মিডফিল্ডার নাথান দিয়ারের ২৩ মিনিটে দেওয়া একমাত্র গোলে বার্নলির বিপক্ষে জয় পেয়েছে সোয়ানসি সিটি। আর ৩-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ওয়েস্টহাম ইউনাইটেড।