প্রিয়াংকাকে নার্গিস অবসর নিতে বললেন!
বিনোদন ডেস্ক:
তারকা দম্ভের কারণেই এর আগে বলিউডের অনেক সুসম্পর্কগুলোকে দুঃসম্পর্কে পরিণত হতে দেখেছি আমরা। আর অভিনেত্রীদের বেলায় তো একে অন্যকে সহ্য করতে না পারার ব্যাপারটা সবারই জানা। প্রতিযোগিতাই বলুন আর নিরাপত্তাহীনতা থেকে বলুন, নায়িকাদের মাঝে সুসম্পর্ক যেন অমাবস্যার চাঁদে পরিণত হয়েছে। তবে যত যাই হোক, নার্গিস ফাখরি কি একটু বেশী করে ফেললেন না? প্রিয়াংকার মতো একজন দক্ষ এবং জনপ্রিয় অভিনেত্রীকে এভাবে অবসর নিতে বলাটা কি তার সাজে? তবে অনেকে আবার কিন্তু নার্গিসের কথাকে ফেলতেও পারবেন না। কারণ গানের ভুবনে নিজেকে চলমান রাখলেও চলচ্চিত্র ভুবন থেকে কিন্তু পিছিয়ে পড়ছেন প্রিয়াংকা। সময়টা আসলেই খুব ভালো যাচ্ছে না প্রিয়াংকা চোপড়ার। মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আর সদ্য মুক্তি প্রাপ্ত ‘ম্যারি কম’ সিনেমা সমালোচকের দৃষ্টিতে বাহবা পেলে দর্শকরা কীভাবে নেয় এখন সেটাই দেখার পালা। এদিক থেকে আবার নার্গিস আছেন ক্যারিয়ার উঠতি সময়ে। সম্প্রতি কিক সিনেমায় আইটেম গানে দ্যুতি তো ছড়িয়েছেনই, আবার ভারুন ধাওয়ানের তবে তারপরেও কি এভাবে বলাটা সাজে? নিশ্চয়ই না। ঠিক ধরেছেন নার্গিস ঘটালেন একেবারে উল্টো ঘটনা। যেখানে প্রতিযোগী অসুস্থ হলে খুশী হওয়ার কথা, সেখানে প্রিয়াংকার প্রতি জানালেন সহমর্মিতা। উপদেশ দিলেন বিশ্রাম নেবার।