প্রি-কোয়ালিফাইং রাউন্ডে ইভেন্টেও মুরংয়ের হার


স্পোর্টস ডেস্ক:
নানজিং ইয়ুথ অলিম্পিকে হকি, শ্যুটিং, অ্যাথলেটিকস, সাঁতার থেকে একে একে বিদায় নিয়েছেন দেশের ক্রীড়াবিদরা। পদেকর স্বপ্ন দেখান ইভেন্টে আরচ্যারিতেও খালি হাতে ফিরছেন দেশের আরচাররা। মিশ্র দ্বৈতের মতো শনিবার ব্যক্তিগত ইভেন্টেও হেরেছেন বাংলাদেশের আরচ্যার প্রেননয় মুরং। আরচ্যারির রিকার্ভ ইভেন্টের প্রি-কোয়ালিফাইং রাউন্ডে মুরং ৬-০ সেটে হেরেছেন ইংল্যান্ডের ব্রেডলি ডেনির কাছে। তিন বার করে লক্ষ্যে তীর ছুড়ে প্রেননয় ৮১ পয়েন্ট স্কোর করেছেন। অন্যদিকে ব্রেডলি সমান সংখ্যক লক্ষ্যে তীর ছুড়ে ৮৭ পয়েন্ট স্কোর করেছেন। ফলে ৬-০ সেট পয়েন্টে ব্রেডলির কাছে হেরে ইয়ুথ অলিম্পিক গেমস থেকে বিদায় নিশ্চিত হয়েছে মুরংয়ের।

Comments (0)
Add Comment