Connecting You with the Truth

প্রীতি ম্যাচে জয় পেল ইংলিশরা

s-3
স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। বুধবার রাতে রয় হজসনের শিষ্যরা ১-০ গোলে হারিয়েছে নরওয়েকে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নতুন অধিনায়ক হিসেবে ওয়েইন রুনির অভিষেক ম্যাচেই জয় তুলে নিয়েছে ইংলিশরা। ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন রুনি। এ গোলের ফলে মাইকেল ওয়েনকে পেছনে ফেলে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রুনি এখন চতুর্থ স্থানে। রুনির নেতৃত্বে অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ নরওয়ের বিপক্ষে শুরু থেকেই আক্রমনে যায় ইংলিশরা। কিন্তু প্রথমার্ধে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় হজসন শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই মাঠে দাপট দেখানো ইংল্যান্ড একাধিক গোলের সুযোগ পায়। ড্যানি ওয়েলবেকের শট পোস্টবারে লেগে ফিরে আসলে গোলের সুযোগ নষ্ট হয়। তবে, তাদের একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত থাকতে হয় নরওয়ে রক্ষণভাগকে। এছাড়া অন্যান্য প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৪-২ গোলে জার্মানিকে, আয়ারল্যান্ড ২-০ গোলে ওমানকে, যুক্তরাষ্ট্র ১-০ গোলে চেক প্রজাতন্ত্রকে এবং রাশিয়া ৪-০ গোলে আজারবাইজানকে হারিয়েছে।


Comments
Loading...