Connecting You with the Truth

প্রেমহারা ডাকোটা

বিনোদন ডেস্ক:
ফিফটি শেডস অফ গ্রের ইরোটিকা পর্দায় যতই মাতিয়ে রাখুক, ডাকোটা জনসনের বাস্তব জীবনটা মোটেও সে রকম নয়। বক্সঅফিসে বাজিমাতের সময়েই ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের মুখোমুখি হলেন নায়িকা। অনেক টানাপড়েনের পর প্রেমিক ম্যাথু হিটের সঙ্গে ছাড়াছাড়িই হয়ে গেল তার। কেন এই ছাড়াছাড়ি। শোনা যাচ্ছে, নায়িকার ব্যস্ত শিডিউলই এর কারণ। ফিফটি শেডস অফ গ্রের প্রমোশনের সময়ও তার সঙ্গে দেখা যায় নি প্রেমিককে। ম্যাথু এক ব্যান্ডের লিড গিটারিস্ট। ডাকোটার ক্রমাগত ব্যস্ততা এবং দৌড়দৌড়িক জীবনযাত্রার সঙ্গে কিছুতেই মানিয়ে নিতে পারছিলেন না তিনি। তার মতে, যে রকম ক্রেজি লাইফস্টাইল হচ্ছে ডাকোটার তার সঙ্গে তাল মিলিয়ে চলা দায়। তাই সম্পর্কে টানাপড়েন চলছিলই। অস্কারের রাতেও ডাকোটার সঙ্গে তার প্রেমিক নয়, দেখা গিয়েছিল তার মাকে। রিলেশনশিপ স্ট্যাটাস পালটে যে ডাকোটা সিঙ্গল হয়ে গেছেন তা বোঝাই যাচ্ছিল। নিজে সে কথা এক সাক্ষাৎকারে জানিয়েছেনও তিনি। আসলে ডাকোটা নিজেও নিজের কেরিয়ার আর ঘরোয়া জীবন নিয়ে দ্বন্দ্বে। একদিকে কেরিয়ারে চূড়ান্ত উত্থান অন্যদিকে আবার, ঘরের জীবনও তার নিজের খুব পছন্দ। কিন্তু এর মধ্যে ঠিক কোনটাকে বেছে নেবেন তাই-ই ঠিক করে উঠতে পারেন নি তিনি। এই পরিস্থিতিতেই বিচ্ছেদ নামল তাদের সম্পর্কে।

Comments
Loading...