Connecting You with the Truth

ব্রাজিলে প্লেন দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট প্রার্থী এদোয়ার্দো কাম্পোস এর জায়গায় মারিনা সিলভা

August_2014-August_21-silva_sm_639762671প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ব্রাজিলিয়ান স্যোশালিস্ট পার্টি (পিএসবি) মারিনা সিলভার নাম ঘোষণা করেছে। মারিনা সিলভা বর্তমানে ব্রাজিলের পরিবেশ মন্ত্রী।

গত সপ্তাহে প্লেন দুর্ঘটনায় দলটির প্রেসিডেন্ট প্রার্থী এদোয়ার্দো কাম্পোস ও পরিবারের সদস্যর‍া নিহত হন। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মারিনা সিলভা তার স্থলাভিষিক্ত হলেন।

আগামী ৫ অক্টোবর হতে যাওয়া এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সঙ্গে মারিনা সিলভার বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ৫৬ বছর বয়সী এ রাজনীতিক বলেন, আমার সর্বোচ্চ দিয়েই কাজ করার চেষ্টা করবো।

সর্বসম্মতিক্রমেই তাকে বাছাই করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলটির প্রেসডেন্ট রবার্তো অ্যামারাল।

Comments
Loading...