Connecting You with the Truth

প্লে-অফের প্রথম লীগে ড্র আর্সেনাল-বেসিকটাস ম্যাচ

s-4
স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের প্লে-অফের প্রথম লীগে বেসিকটাসের সঙ্গে পেরে ওঠেনি ইংল্যান্ডের আর্সেনাল। তুরস্কের ক্লাবটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে গানাররা। নিজেদের মাঠে দারুণ খেলেছে বেসিকটাস। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত চাপে রেখেছে সফরকারীদের। তাই রক্ষণ ফাঁকা রেখে আক্রমণে যাওয়ার খুব বেশি সাহস দেখায়নি আর্সেনের দল। স্বাগতিকরাও ঝটিকা আক্রমণ ছাড়া মুহুর্মুহু অভিযানে যায়নি। যদিও অসাধারণ একটা সুযোগবঞ্চিত হয়েছেন বেসিকটাসের সেনেগালের ফরোয়ার্ড ডেম্বা বা। অল্পের জন্য ইতিহাস গড়তে পারেননি তিনি। খেলার পাঁচ সেকেন্ডেই জালে বল পাঠানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু ক্রসবারে লেগে ফিরে এসেছে তার প্রচেষ্টা। দুই অর্ধ মিলে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি বেসিকটাস ও আর্সেনাল। তবে খেলার শেষদিকে ১০ জনের দলে পরিণত হয়েছিল আর্সেনাল। ৮০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন অ্যারন রামসেই। কিন্তু রেফারির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি
কোচ আর্সেন। তাই সার্বিয়ান রেফারির সমালোচনা করে বলেছেন, ‘সিদ্ধান্ত ঠিক হয়নি রেফারির।’ এদিকে সালজবার্গ ২-১ গোলে মালমো ফিফিকে এবং বুকোরেস্টি ১-০ গোলে হারিয়েছে লোডোরেটসকে। আর ১-১ গোলে ড্র হয়েছে নাপোলি ও অ্যাথলেটিকো বিরবাওয়ের ম্যাচটি।

Comments
Loading...