Connecting You with the Truth

ফক্স স্টারে হৃতিক-ক্যাটরিনা

b-1
বিনোদন ডেস্ক:
ট্রেলারের এক মিনিটের অংশবিশেষ ছাড়তেই সোরগোল পড়ে গিয়েছিল, এরপর হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ জুটির ‘ব্যাং ব্যাং’ ছবির গান ‘তু মেরি’র ভিডিওর অংশবিশেষ প্রকাশ হয়। ২১ আগস্ট অনলাইনে এলো গানটির পূর্ণ সংস্করণ। ছবিটিতে হৃতিককে রাজবীর আর ক্যাটরিনাকে হারলিন চরিত্রে দেখা যাবে। নাচের উপযোগী গানটি প্রসঙ্গে ৪০ বছর বয়সী হৃতিক বলেছেন, ‘এই গানের মাধ্যমে হারলিনের সঙ্গে রাজবীরের প্রথম দেখা হয়। প্রথম দেখাতেই তারা একে অপরের প্রেমে পড়ে যায়। এর দৃশ্যায়নে প্রচুর ঘাম ঝরাতে হয়েছে আমাদের। মজাও ছিল। পাশাপাশি আছে প্রেমের আভাস।’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বিশাল-শেখর। নৃত্য পরিচালনায় বোসকো-সিজার। ক্যাটরিনা বলেছেন, ‘পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই গানে কোনো কমতি রাখতে চাননি। হিন্দি ছবিতে এর আগে এমন নাচনির্ভর গান দেখা যায়নি। আর গানটিতে হৃতিকের উদ্যম আর নাচ অসাধারণ।’ ফক্স স্টার স্টুডিওস প্রযোজিত ‘ব্যাং ব্যাং’ মুক্তি পাবে আগামী ২ অক্টোবর। হৃতিক ও ক্যাটরিনা এর আগে জোয়া আখতারের ‘জিন্দেগি না মিলেগি দোবারা’য় একসঙ্গে অভিনয় করেছিলেন।


Comments
Loading...