Connecting You with the Truth

ফরাসি তারকা ফুটবলার ফেঁসে গেলেন রিবেরি

s-7
স্পোর্টস ডেস্ক:
কোনো একজন তারকা খেলোয়াড় অবসর নিলে কী ঘটে? বিদায়বেলায় দেশ ও জাতির কাছ থেকে বীরোচিত সন্মান পেয়ে থাকনে তিনি; পেয়ে থাকেন শ্রদ্ধা ও ভালোবাসা। কিন্তু ফ্রাঙ্ক রিবেরির ভাগ্যে এর উল্টোটাই ঘটেছে। আন্তর্জাতিক ফুটবল আর খেলবেন না বলে ফ্রান্স জাতীয় দলকে বিদায় জানিয়েছেন কিছুদিন আগে। এর জন্য বর্তমানে শাস্তির মুখে এই ফরাসি তারকা ফুটবলার। ফ্রান্স দলে যদি তার ডাক পড়ে আর এই ডাকে তিনি যদি সাড়া না দেন, তাহলে ক্লাব ফুটবলে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা অপেক্ষা করছে রিবেরির জন্য। রিবেরিকে এমন শাস্তির ভয় দেখিয়েছেন উয়েফা সভাপতি ও সাবেক ফরাসি ফুটবল গ্রেট মিশেল প্লাতিনি। ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা হয়নি রিবেরির। আগস্ট মাসে হঠাৎ করেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। অবসর নেওয়ার যুক্তি হিসেবে ফরাসি ফরোয়ার্ড বলেছেন, ‘ফ্রান্স জাতীয় দলে প্রতিভাবান তরুণ ফুটবলারদের সুযোগ করে দিতেই অবসর নিয়েছি।’ কিন্তু বিষয়টিকে ভালো চোখে দেখছেন না অনেকেই। রিবেরি যাই বলুন না কেন, অনেকের বিশ্বাস যে, কোচ দিদিয়ের দেশচ্যাম্পসের সঙ্গে বনিবনা হচ্ছে না বলেই আকস্মিক অবসর নিয়েছেন রিবেরি। আর ফরাসি কোচ দেশচ্যাম্পসও রিবেরির এই অবসরের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন। বলেছেন, ‘ফ্রান্সকে আরও অনেক কিছুই দেওয়ার আছে রিবেরির। অবসরের সিদ্ধান্ত বদলে তার আবার দলে ফিরে আসা উচিত।’ এদিকে, সময়টা মোটেও ভালো কাটছে না ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। ২০১৬ সালে আবার ফান্সের মাটিতে বসবে ইউরো ফুটবলের আসর। নিজ মাটিতে এই আসরের শিরোপা জিততে চায় ফরাসিরা। এ জন্য রিবেরিকে দলে ডাকতেও পারেন দেশচ্যাম্পস। কিন্তু রিবেরি এই ডাকে সাড়া দেবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। দেশের স্বার্থে প্লাতিনি তাই বলেছেন, ‘ফ্রান্স জাতীয় দলে খেলা না খেলার বিষয়ে রিবেরি সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। এটা সম্পূর্ণই কোচের এখতিয়ার। তাই কোচ তাকে দলে ডাকলে আর এই ডাকে রিবেরি সাড়া না দিলে তাকে শাস্তি পেতে হবে। এ জন্য বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ফুটবলে ৩ ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে তাকে।’



Comments
Loading...