কাশিয়ানীর ছোট বাহির বাগ গ্রামে বিদ্যুৎ না থাকায় বেহালদশা
রইচ শরীফ, কাশিয়ানী: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৭নং ফুকরা উইনিয়ের ৭নং ওর্য়াড ছোট বাহির বাগ গ্রামের জনগনের বিদ্যুৎ না থাকায় দূর দর্শ বেহালদশা। তাছাড়া কাশিয়ানী উপজেলার প্রত্যেক এলাকায় বৈদ্যুতিক খুঁটি দেওয়া হয়েছে কিন্তু আমাদের এই ছোট বাহির বাগ গ্রামে এখন পর্যন্তু কোন বৈদ্যুতিক খুঁটি দেওয়া হয়নি । ফুকরা উইনিয়ানের বিদ্যুৎ চেয়ার ম্যান বাবলু স্যার এর কাছে ছোট বাহির বাগের অনেক লোক জন গিয়েছেন কিন্তু তিনি বলেছেন যে বিদ্যুতের মাস্টার রূল করা হযেছে বিদ্যুৎ আপনাদের গ্রামে আসবে তা এখন পর্যন্তু কোন নমূনা পাওয়া যায় নি এই গ্রামের লোক জন অন্ধাকার আশা নিয়ে বসবাস করেছেন । আমাদের গ্রামের আওলীগের কাশিয়ানী থানা কমিটির এক সদস্য ইদ্রিস মিয়া গোপালগঞ্জের বিদ্যুৎ অফিসের জি.এম .এর সাথে কথা বলেছেন তিনি বলেছেন আপনাদের গ্রামে তিন মাসের মধ্যে বৈদ্যুতিক খুঁটি যাবে কিন্তু চার মাস যাবত হতে গেল এখন পর্যন্তু কোন বৈদ্যুতিক খুঁটির খোজ নেই। ছোট বাহির বাগের নতুন গঠন কিলাবের উদ্যোগ কারিরা যারা রয়েছে ,রহিম শরীফ, তোষার শরীফ, সাহাদ শরীফ ,সিপন শরীফ ,রাসেল,সুজন ,নয়ন ,নূরনবি, শাহিন,জিফরুল,আর সাংবাদিকরা ও জড়িত রয়েছে এবং এই সকল সদ্যসরা টি.ও.ন অফিসে বিদ্যুতের জন্য আবেদন করেছেন । তাছাড়া ছোট বাহির বাগের পাশের ধলগ্রামে বিদ্যুৎ রয়েছে । তাই ছোট বাহির বাগের প্রতিনিধির আকুল আবেদন এই যে ,নিজ আসনের এম.পির কাছে তাদেকে অতি দ্রুত বিদ্যুতিক খুঁটি দেওয়ার ব্যস্থা করবেন ।