Connecting You with the Truth

ফরিদপুরে নিউ মার্কেট টেইলার্স মালিক কল্যাণ সমিতির নির্বাচন

ফরিদপুর থেকে নাজিম বকাউল ঃ
ফরিদপুর শহরের নিউ মার্কেট টেইলার্স মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকাল থেকেই সমিতির কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শুরু হয়।

সমিতির সভাপতি পদে সামসুল আলম চৌধুরী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছ্নে। অন্যদিকে সমিতির ১১ টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সমিতির মোট ১৪০ জন সদস্যা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সমিতির কর্মকর্তাদের নির্বাচিত করবেন।

সাধারণ সম্পাদক পদে ইউনুস মোল্যা, এনামুল করিম, গফুর মোল্যা, মোকসেদুর রহমান, সংগঠনিক সম্পাদক পদে নুরুজ্জামান ও রফিকুল ইসলাম প্রতিদ্বন্ধিতা করছেন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে, চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এর পর গননা শেষ ফলাফলা ঘোষনা করা হবে। #

Comments
Loading...