Connecting You with the Truth

ফরিদপুর তৃতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষন স্থানীয় মাতবাররা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা

16-02-16ফরিদপুর থেকে খালেদুর রহমান ঃ

দিন মজুরের ফুটফুটে শিশু মেয়ে সিমু(ছদ্বনাম)তৃতীয় শ্রেনীর ছাত্রী, ঘাস কাটার কথা বলে রবিাবার বিকেলে গম ক্ষেতে নিয়ে মুখ চেপে ধরে উর্পযপুরী ধর্ষন করে এলাকার ফজল সেকের বখাটে ছেলে স্বপন সেক (২৪)। এমনই অভিযোগ পাওয়া গেছে ফরিদপুর চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামে।
শিশুটি ধর্ষনের শিকার হওয়ার পর স্থানীয় মাতবাররা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। মেয়েটির পিতাও চাচ্ছে প্রশাসনিক কোন ব্যাবস্থা না নিয়ে আপোষ মিমাংসা করতে। যে কারনে মেয়েটিকে ডাক্তারের কাছেও নেওয়া হয়নি। বিষয়টি জানতে পেরে চরভদ্রাসন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী রবিবার রাতে মেয়েটিকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরন করে। ঘটনার পর থেকে বখাটে স্বপন পলাতক রয়েছে।
মেয়েটির সাথে কথা হলে সে ঘটনার সত্যতা স্বীকার করে বেশ ক্রধের সাথে বলে “আমি মিামাংসা চাই না আমি চাই ওর (স্বপন) বিচার হোক”।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানায় মোটা অংকের টাকার বিনিময়ে প্রভাবশালীরা মেয়েটির বাবাকে মিমাংসার জন্য বাধ্য করছে।
এব্যাপারে চরভদ্রাসন থানার ভারপ্রপ্ত কর্মকর্তা রাম প্রশাদ ভক্তের সাথে কথা হলে তিনি জানান এব্যাপারে এখনও মেয়ের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি।
এই প্রতিবেদন লেখা কালিন মেয়ের বাবার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আজ (মঙ্গলবার) দুপুরে মিমাংসার জন্য বসা হবে।

Comments
Loading...