ফর্মুলা ওয়ান রেসিং কারে দুর্দান্ত হৃত্বিক!
বিনোদন ডেস্ক:
বলিউডে আজ পর্যন্ত যা ঘটেনি তাই ঘটতে চলেছে। আর এই ঘটনার ভাগীদার হতে চলেছেন হৃত্বিক রোশন। কি? উত্তেজনা ধরে রাখতে পারছেন না তো? তবে শুনুন। প্রথমবারের ফর্মুলা ওয়ান রেসিং কার চালাতে দেখা যাবে হৃত্বিক রোশনকে। বলিউডে তিনিই প্রথম নায়ক যিনি এমন গাড়ি চালালেন। ছবিটির ট্রেলারের অংশবিশেষ এরই মধ্যে ছাড়া হয়েছে, যা দেখে সবাই ইতিবাচক মন্তব্যও করছে। তবে একসঙ্গে অনেক গাড়ি ব্যবহার করায় কারো কারো গাড়িটি চিনতে অসুবিধা হতে পারে। এ প্রসঙ্গে ৪০ বছর বয়সী এই নায়ক বলেন, ফর্মুলা ওয়ান নিয়ে আবুধাবির রাস্তায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অসাধারণ। জানা যায় গাড়িটি নিয়ে আবুধাবি শহরের বিখ্যাত জায়গা ফেরারি ওয়ার্ল্ডের রাস্তায় ঘুরে বেড়াবেন তিনি। ‘ব্যাং ব্যাং’ ছবিতে এমনই দৃশ্যে দেখা যাবে এই অভিনেতাকে। উল্লেখ্য, ‘ব্যাং ব্যাং’ ছবিটি ২ অক্টোবর মুক্তি পাবে। ছবিতে হৃতিকের নায়িকা ক্যাটরিনা কাইফ।