ফাইনালে কেভিতোভার দাপট অব্যাহত
স্পোর্টস ডেস্ক:
ডব্লিউটিএ নিউ হ্যাভেন টুর্নামেন্টে পেত্রা কেভিতোভার দাপট অব্যাহত। শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারকেও হারিয়ে দেন তিনি। ৩,০০৩ জন দর্শকের সামনে এদিন সাবেক চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা ৬-৩, ৬-১ গেমে হারান অস্ট্রেলিয়র সামান্থা স্টোসারকে। এই জয়ের ফলে দারুণ সন্তুষ্ট উইম্বল্ডনের বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। শিরোপা জয়ের লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা আজ মুখোমুখি হবেন মাগডালেনা রিবারিকোভার। ২৫ বছর বয়সী মাগডালেনা রিবারিকোভা দিনের অন্য সেমিফাইনালে ৬-২, ৬-৪ গেমে হারান ইতালির ক্যামিলা জর্জিকে। কেভিতোভা এবং মাগডালেনা রিবারিকোভা একে অন্যের বেশ ভালো বন্ধু। যা গত ছয় সাত বছর ধরেই দেখা যাচ্ছে। তবে ২০১১ সালের প্রাগে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের পর আর কান টুর্নামেন্টেই একে অন্যের মুখোমুখি হননি। তাই আজ দেখা যাবে কে হাসে শেষের হাসি। সোমবার থেকে শুরু হচ্ছে মৌসুমের শেষ গ্র্যান্ড¯¬াম টুর্নামেন্ট ইউএস ওপেন। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারলে স্বাভাবিকভাবেই ইউএস ওপেনে আতœবিশ্বাসী থাকবে।