ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ হিরো হইতে কি লাগে
বিনোদন ডেস্ক:
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পিঁপড়াবিদ্যা’র মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে এটি। এ উপলক্ষে পরিচালক ফারুকী এবং পুরো দল ছবি মুক্তির প্রচারণামূলক কার্যক্রম সাজাচ্ছেন। তার অন্যান্য ছবির মতো এবার প্রচারণার কৌশলে থাকবে অনেক নতুনত্ব। এর মধ্যে প্রথম ধাপে ছবিটির প্রধান অভিনেতা নবাগত নূর ইমরান মিঠুর পরিচিতিমূলক মজার ভিডিও ‘হিরো হইতে কি লাগে’ চ্যানেল আইতে এবং অনলাইনে ছাড়া হবে চলতি মাসে। পরের ধাপে আসবে ছবিতে ব্যবহৃত একমাত্র গান চিরকুটের ‘লেজে রাখা পা’র ভিডিও। এ রকম পাঁচটি ধাপে পাঁচরকমের প্রচারণামূলক উপাদান অনলাইনে এবং চ্যানেল আইতে ছাড়া হবে। এর জন্য চোখ রাখতে হবে চ্যানেল আইতে এবং যুক্ত থাকতে হবে ফেসবুকে িি.িভধপবনড়ড়শ.পড়স/পযধনরধষ পেজ-এ। এবার অনলাইনকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান ফারুকী। পাশাপাশি প্রতিবারের মতো এবারও প্রধান জেলা শহর এবং নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোতে যাবেন ছবির পরিচালক ও শিল্পীরা। ‘পিঁপড়াবিদ্যা’ ছবিটি দুবাই চলচ্চিত্র উতসবের প্রতিযোগিতা বিভাগে প্রিমিয়ার হওয়ার পর এ পর্যন্ত মনোনীত হয়েছে সাংহাই গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড, মোহর এশিয়া-আফ্রিকা অ্যাওয়ার্ড, ডালাস এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে ছবিতে নূর ইমরান মিঠু ছাড়াও অভিনয় করেছেন ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চোহান, মুকিত জাকারিয়া, মৌ দেবনাথ, আরজে সাব্বির, জি সামদানি ডন প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন গোলাম মাওলা নবীর। সংগীতে চিরকুট।