ফারুকী হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি:
ইসলামী ফ্রন্টের নেতা ও টেলিভিশন উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে যৌথভাবে মানববন্ধন করেছে, জেলা ইসলামী ছাত্রসেনা, তালামিজে ইসলাম ও রাজাপুরা দরবার শরীফের ভক্তবৃন্দরা। সোমবার দুপুর সোয়া ১২টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা তালামিজের সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা, জেলা ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে ভক্তবৃন্দরা শহরের বালুর মাঠ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পরে মিছিলটি ট্রাফিক পয়েন্টে এসে মানববন্ধনে মিলিত হয়। ২৪ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার নিজ বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।