ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করবে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনা ফ্যানদের জন্য আবারো দুঃসংবাদ। ২০১৬ সাল পর্যন্ত নতুন কোনো খেলোয়াড় কিনতে পারবে না কাতালানরা। খেলোয়াড় কেনা নিয়ে ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সেলোনার আপিল খারিজ হয়ে যাওয়ায় দলটির উপর দেয়া এই শাস্তি বহাল থাকলো। তাই এবার দল বদলের ওপর ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবে বার্সেলোনা। তারা মনে করে দুই মৌসুমে দল-বদলের জন্য ফিফা যে নিষেধাজ্ঞা দিয়েছে তা ঠিক নয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানায়, নিজেদের স্বার্থ রক্ষার জন্য শীর্ষ ক্রীড়া আদালতে যাবার এ সিদ্ধান্ত নিয়েছে তারা। একাডেমী রক্ষা ও মানবিক দিক বিবেচনা করেই ফিফা’র এমন নিষেধাজ্ঞা তুলে নেয়া উচিত বলেও মন্তব্য করে স্প্যানিস এ ক্লাবটি। গত এপ্রিলে বার্সা একাডেমীর জন্য অনূর্ধ্ব-১৮ দলের ফুটবলার দলে ভেড়াতে অনিয়ম করেছিল বার্সা, এমন অভিযোগ তুলে ফিফা। ১৮ বছরের কম বয়সী খেলোয়াড়দের ট্রান্সফার নিয়ে বার্সা-ফিফা’র এ বিরোধ দেখা দেয়।