নানা মুনির নানা মত! শেষ পর্যন্ত কোনটা সঠিক হবে? পাল্লা ভারি অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকেই। অন্তত বায়ার্ন মিউনিখ প্রেসিডেন্ট কার্ল হেইঞ্জ রুমেনিগের মতামতকে গুরুত্ব দিতে গেলে সেটাই বিশ্বাস করতে হবে আপনাকে। রুমেনিগে প্রায় ঘোষণাই দিয়ে বসলেন, ‘ফিফা বর্ষসেরার পুরস্কার উঠছে রোনালদোর হাতেই।’ আর তো মাত্র কয়েকঘন্টা। মঞ্চ সাজানো শেষ। অতিথিরাও আসতে শুরু করেছে। বিশ্বের সবগুলো চোখ এখন সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা সদর দপ্তরে। সেখানেই যে আজ রাত সাড়ে ১১টায় শুরু হচ্ছে জমজমাট ফিফা ব্যালন ডি’অরের গালা অনুষ্ঠান। তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই নানা জ্বল্পনা-কল্পনা। কে হচ্ছেন ফিফা বর্ষসেরা। কে জিতবেন ব্যালন ডি’অর। নানা জরিপও হয়ে গেছে ইতিমধ্যে। সব জরিপেই শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। একেবারে শেষ মুহূর্তে এসে এবার সেই তালিকায় যোগ দিলেন জার্মান ফুটবলের কিংবদন্তী, বায়ার্ন মিউনিখ প্রেসিডেন্ট কার্ল হেইঞ্জ রুমেনিগে। তিনি বললেন, ‘রোনালদোর হাতেই উঠছে ফিফা ব্যালন ডি’অর। এটা এখন নিশ্চিত। তবে, আমি মনে করি, ম্যানুয়েল ন্যুয়ারই ছিলেন এ পুরস্কারের সবচেয়ে বেশি যোগ্য।’ সব সম্ভবনা যখন রোনালদোর কাছেই এসে থমকে দাঁড়াচ্ছে, তখন ন্যুয়ারকে সেরা মানলেও পুরস্কার যে রোনালদোই পাচ্ছেন, সেটা আগে থেকে ঘোষণা দিয়ে দিতে সংকোচ করলেন না রুমেনিগে। শীতকালিন ক্যাম্প করতে বায়ার্ন মিউনিখের দল নিয়ে কাতারের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েই রোনালদোর সম্ভাবনার কথা জানান ভাবারিয়ানদের প্রেসিডেন্ট। কাতারে যাওয়ার পথেই সুইজারল্যান্ডের জুরিখে তারা যোগ দেবেন ফিফা ব্যালন ডি’অর গালা নাইটে। রুমেনিগে বলেন, ‘গত কয়েকদিন ধরে বিশেষজ্ঞদের মন্তব্য দেখে বলতে বাধ্য হচ্ছি, পুরস্কারটা উঠছে রোনালদোর হাতেই। বিশ্বাস করুন! সেই বিশেষজ্ঞদের সঙ্গে আমিও একমত ‘তবে পুরস্কারটা ন্যুয়ারের পাওয়া উচিৎ ছিল বলেও জানান তিনি। রুমেনিগে বলেন, ‘আমি মনে করি, বিশ্বকাপের বছর এই পুরস্কারটা অন্তত বিশ্বকাপ দিয়েই বিবেচনায় আনা উচিৎ ছিল। এটা ছিল গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট। মূলতঃ ব্যালন ডি’অর নির্ধারিত হয় অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা এবং আমেরিকান দেশগুলোর ভোটে। যেখানে ন্যুয়ারের চেয়ে জনপ্রিয়তায় মেসি-রোনালদো অনেক বেশি এগিয়ে।’ একই সঙ্গে জুরিখে যে যাচ্ছেন সেটা নিজেই টুইটারে জানালেন ম্যানুয়েল ন্যুয়ার। বিমানের মধ্যে ডাচ তারকা অ্যারিয়েন রোবেনের সঙ্গে ফ্রেমবন্দী হয়ে সেই ছবি আবার নিজেই পোস্ট করলেন টুইটারে।