Connecting You with the Truth

ফিরছেন আজমল-জুনায়েদ ও হাফিজ

hafizeস্পোর্টস ডেস্ক:
আসন্ন বাংলাদেশ সফরের মধ্য দিয়ে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন দলের অফ-স্পিনার সাঈদ আজমল, পেসার জুনায়েদ খান ও দুই অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এবং ফাওয়াদ আলম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্রে এমনটাই জানা গেছে। পিসিবি সূত্র দ্য ডনকে জানায়, পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে পিসিবি সবুজ সংকেত দিয়েছে। আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। সফরে ৩টি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। ১৭ এপ্রিল দুই দলের মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। বাংলাদেশ সফরে পাকিস্তান দল থেকে উমর আকমল ও নাসির জামশেদকে বাদ দেয়ার ইঙ্গিত দিয়েছে পিসিবি। সফরে দলে ফিরতে পারেন অফ-স্পিনার সাঈদ আজমল, পেসার জুনায়েদ খান ও দুই অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এবং ফাওয়াদ আলম। পিসিবির বরাত দিয়ে দ্য ডন জানায়, ‘টেস্ট সিরিজে দলে পরিবর্তনের তেমন একটা সম্ভাবনা নেই। তবে একদিনের ক্রিকেটে তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চায় পিসিবি। মিসবাহ উল হক, শহিদ আফ্রিদি ও ইউনিস খানের শুণ্য জায়গা তরুণদের দিয়ে দ্রুত পূরণ করতে চায় পাকিস্তান।’ বাংলাদেশ সফরে ভিন্ন তিন অধিনায়ক নিয়ে আসছে পাকিস্তান দল। ওয়ানডেতে নতুন অধিনায়ক আজহার আলীর সহকারী হিসেবে থাকবেন সরফরাজ আহমেদ। টেস্ট ও টি-টোয়েন্টিতে যথারীতি অধিনায়ক হিসেবে থাকবেন মিসবাহ উল হক ও শহিদ আফ্রিদি। প্রসঙ্গত, বোলিং অ্যাকশনে ত্র“টি থাকায় বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলতে পারেন নি সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজ। আর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন জুনায়েদ খান। অন্যদিকে বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি ফাওয়াদ আলমের।

Comments
Loading...