Connecting You with the Truth

ফিরছেন ক্লার্ক

Clarke
স্পোর্টস ডেস্ক:
ত্রিদেশিয় সিরিজ খেলতে পারবেন কিনা অসি অধিনায়ক এ নিয়ে শুরু থেকেই শঙ্কা ছিল। এক ম্যাচ খেলার পর নিজ দেশের ফ্লাইট ধরতে হচ্ছে তাকে। ফলে ত্রিদেশিয় ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না মাইকেল ক্লার্কের। নতুন করে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ চলাকালে ইনজুরি কবলে পড়েন এ ক্রিকেটার। সে কারণে সুস্থতা ফিরে পেতে দেশে ফিরতে হচ্ছে তাকে। রোববার প্রথমবারের মতো এই সিরিজে মাঠে নামেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সে ম্যাচে প্রায় ২ ঘন্টারও বেশি সময় ব্যাটিং করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করে নট আউটও থেকেছেন। তাতেও জিম্বাবুয়ের কাছে হার এড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ম্যাচ জিতেছে স্বাগতিক জিম্বাবুয়ে। আর এই হারের জ্বালা বুকে নিয়েই দেশে ফিরতে হচ্ছে ক্লার্ককে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেন (গতকাল), ‘এই সিরিজের সব ম্যাচেই খেলার ইচ্ছে পোষণ করেছিলাম। কিন্তু ইনজুরির কারণে তা আর সম্ভব হল না। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বিমানে চড়তে হবে আমাকে।’ এদিকে ৩১ বছর পর অস্ট্রেলিয়া ৩ উইকেটে হেরেছে জিম্বাবুয়ের কাছে। এমন পরাজয়ে তিনি অভিযোগের আঙুল তুলছেন নির্বাচকদের দিকে। নির্বাচকরা নাকি একাদশ নিয়ে ক্লার্কের সঙ্গে কোনো পরামর্শ করেননি। অসি দলপতি জানান, এই ম্যাচে স্টিভ স্মিথ এবং মিচেল জনসনকে বসিয়ে রাখা ছিল বড় ভুল। ‘আমি মনে করি আমাদের মিডল অর্ডার স্টিভ স্মিথকে মিস করেছে। ও স্পিনের বিপক্ষে খুবই ভালো খেলে। এটা হতাশাজনক যে এই কন্ডিশনে ওকে রাখা হয়নি। নির্বাচকরাই এটা চেয়েছিল। বলেছেন ক্লার্ক। এরপর যোগ করেন, আমি জিম্বাবুয়ের কাছে হারের অজুহাত দিতে চাই না। আমি মনে করি তারা দারুণ খেলেছে। আর জয়টা তাদের প্রাপ্যই ছিল।’ স্মিথকে ছাড়াও নির্বাচকরা বিশ্রাম দিয়েছিলেন মূল স্ট্রাইক বোলার জনসনকে। ক্লার্ক বলেন, আমি শুধু বলতে পারি নির্বাচকরা একাদশ ঠিক করেন।

Comments
Loading...