খেলাধুলা
ফিরছেন ক্লার্ক
স্পোর্টস ডেস্ক:
ত্রিদেশিয় সিরিজ খেলতে পারবেন কিনা অসি অধিনায়ক এ নিয়ে শুরু থেকেই শঙ্কা ছিল। এক ম্যাচ খেলার পর নিজ দেশের ফ্লাইট ধরতে হচ্ছে তাকে। ফলে ত্রিদেশিয় ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না মাইকেল ক্লার্কের। নতুন করে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ চলাকালে ইনজুরি কবলে পড়েন এ ক্রিকেটার। সে কারণে সুস্থতা ফিরে পেতে দেশে ফিরতে হচ্ছে তাকে। রোববার প্রথমবারের মতো এই সিরিজে মাঠে নামেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সে ম্যাচে প্রায় ২ ঘন্টারও বেশি সময় ব্যাটিং করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করে নট আউটও থেকেছেন। তাতেও জিম্বাবুয়ের কাছে হার এড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ম্যাচ জিতেছে স্বাগতিক জিম্বাবুয়ে। আর এই হারের জ্বালা বুকে নিয়েই দেশে ফিরতে হচ্ছে ক্লার্ককে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেন (গতকাল), ‘এই সিরিজের সব ম্যাচেই খেলার ইচ্ছে পোষণ করেছিলাম। কিন্তু ইনজুরির কারণে তা আর সম্ভব হল না। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বিমানে চড়তে হবে আমাকে।’ এদিকে ৩১ বছর পর অস্ট্রেলিয়া ৩ উইকেটে হেরেছে জিম্বাবুয়ের কাছে। এমন পরাজয়ে তিনি অভিযোগের আঙুল তুলছেন নির্বাচকদের দিকে। নির্বাচকরা নাকি একাদশ নিয়ে ক্লার্কের সঙ্গে কোনো পরামর্শ করেননি। অসি দলপতি জানান, এই ম্যাচে স্টিভ স্মিথ এবং মিচেল জনসনকে বসিয়ে রাখা ছিল বড় ভুল। ‘আমি মনে করি আমাদের মিডল অর্ডার স্টিভ স্মিথকে মিস করেছে। ও স্পিনের বিপক্ষে খুবই ভালো খেলে। এটা হতাশাজনক যে এই কন্ডিশনে ওকে রাখা হয়নি। নির্বাচকরাই এটা চেয়েছিল। বলেছেন ক্লার্ক। এরপর যোগ করেন, আমি জিম্বাবুয়ের কাছে হারের অজুহাত দিতে চাই না। আমি মনে করি তারা দারুণ খেলেছে। আর জয়টা তাদের প্রাপ্যই ছিল।’ স্মিথকে ছাড়াও নির্বাচকরা বিশ্রাম দিয়েছিলেন মূল স্ট্রাইক বোলার জনসনকে। ক্লার্ক বলেন, আমি শুধু বলতে পারি নির্বাচকরা একাদশ ঠিক করেন।
খেলাধুলা
অন্তিম নিদ্রায় শায়িত ফুটবল সম্রাট পেলে
Highlights
২০০ টাকায় দেখা যাবে বিপিএল, টিকিট পাওয়া যাবে বুধবার থেকে
Highlights
ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় পেলে আর নেই
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস