ফিরছেন মাশরাফিরা
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ মিশন শেষ হয়েছে। এবার ঘরে ফেরার পালা। আজ ফিরবে বাংলাদেশ। বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ভারতে বিপক্ষে ১০৯ রানে হারে। এদিন আম্পায়ারদের বিতর্কিত তিনটি সিদ্ধান্তে ম্যাচ থেকে আগেই ছিটকে যায় সাকিবরা। এরপর ব্যাটিং ব্যর্থতা হারকে আরো সামনে নিয়ে আসে। বাংলাদেশ দেশের মাটিতে তাদের পরবর্তী সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। এপ্রিলে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাপন জানিয়েছেন, দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-২০ খেলবে পাকিস্তান। এদিকে আগামী ৩০ জুন বাংলাদেশে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। টাইগারদের সঙ্গে দুটি টি-২০, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে প্রোটিয়ারা। এছাড়া ভারত আসবে জুনের প্রথম সপ্তাহে। বাংলাদেশের সঙ্গে ভারত এক টেস্ট ও তিন ওয়ানডে খেলবে। আর অক্টোবরে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।